Registration and portal uasge guideline

১) ওপেন করুন www.sactwa.in
২) ওপরের রেজিস্ট্রেশান লিঙ্ক ক্লিক করুন।

৩) জেলা পছন্দ করে কয়েক সেকেন্ড অপেক্ষা করুন , নিচের বক্সে ওই জেলার কলেজ গুলো এসে যাবে, তারপর কলেজ নির্বাচন করুন (যেখানে আপনি সার্ভিস করেন) ও ওইভাবে বাকি ডাটা গুলো বসান।

৪) ইমেল আইডি ও পাসওয়ার্ড মনে রাখতে হবে পরে ওটা দিয়ে লগিন করতে হবে ।পাসওয়ার্ড এর মধ্যে একটা বড় হাতের অক্ষর,একটা নাম্বার ,
একটা স্পেশাল ও মোট অন্তত ৮ টি অক্ষর থাকতে হবে। স্যাম্পল পাসওয়ার্ড - Apple123@1,Rxtus@#12 নিজের একটা পাসপোর্ট সাইজ ফটো বানিয়ে রাখবেন স্যাম্পল ফটো দেখুন। ১টা গভমেন্ট আইডি ফটো তৈরি রাখবেন।

৫) জন্ম তারিখ ও ডেট অফ জয়েনিং সঠিক ফরম্যাট এ দিতে হবে । পাশে ফরম্যাট দেওয়া আছে (DD/MM/yyyy) eg. 03/11/1982


৬) রেজিস্টার ক্লিক করলে ফিডব্যাক ফর্ম আসবে। ভালো করে দেখে নিয়ে অপশান পছন্দ করবেন এটা সাবমিট করলে পেমেন্ট পেজ আসবে। ফি - ৪০০/-(চারশত) অনলাইন পেমেন্ট করতে হবে। ডেবিট/ক্রেডিট কার্ড, নেটবাঙ্কিং ,ইউপিআই , ফোন পে ও গুগল পে দিয়ে পেমেন্ট করা যাবে। পেমেন্ট সফল না হলে রেজিস্ট্রেশান কমপ্লিট হবে না।





৭) পেমেন্ট সফল হলে , এডমিন অ্যাপ্রুভ করবেন তারপর আপনি লগিন করতে পারবেন।


৮) লগিন করে(ইমেল ও পাসওয়ারড দিয়ে) নিজের প্রোফাইল ডাটা চেক করা যাবে, রিনিওাল পেমেন্ট করা যাবে, ডোনেট করা যাবে , অভ্যন্তরীণ নোটিস ও খবরাখবর পাওয়া যাবে.





৯) হেল্প বা সাজেসসান থাকলে Need Help? ক্লিক করুন

cheap jordans|wholesale air max|wholesale jordans|wholesale jewelry|wholesale jerseys